Skip to content
madhyamik exam routine in bengali

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২ – কবে হবে মাধ্যমিক দেখে নিন

West Bengal Board of Secondary Education (WBBSE) ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল রুটিন (madhyamik exam routine in Bengali) প্রকাশ করেছে।

পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর এই পরীক্ষাটি ২০২২ সালের মার্চ মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এই আর্টিকেলটিতে আপনি পশ্চিমবঙ্গ মাধ্যমিক (দশম) পরীক্ষা ২০২২ সম্পর্কে যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল,

  1. পরীক্ষার রুটিন
  2. পরীক্ষার সময়
  3. রুটিন কিভাবে ডাউনলোড করুন

তাহলে চলুন বিষয়গুলি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক…

মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর রুটিন

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিনটি হলো,

দিনতারিকবিষয়
সোমবার০৭.০৩.২০২২প্রথম ভাষা
মঙ্গলবার০৮.০৩.২০২২দ্বিতীয় ভাষা
বুধবার০৯.০৩.২০২২ভূগোল
শুক্রবার১১.০৩.২০২২ইতিহাস
শনিবার১২.০৩.২০২২জীবন বিজ্ঞান
সোমবার১৪.০৩.২০২২গণিত
মঙ্গলবার১৫.০৩.২০২২পদার্থবিজ্ঞান
বুধবার১৬.০৩.২০২২ঐচ্ছিক নির্বাচনী বিষয়

ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশনের তারিখ অ্যানাউন্স করা হবে।

মাধ্যমিক পরীক্ষার রুটিন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন,

মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর সময়

মাধ্যমিক পরীক্ষায় প্রতিদিন একটি মাত্র বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার সময় সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩:০০ পর্যন্ত।

প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে। পরীক্ষার সময়কাল হবে ৩ ঘন্টা।

মাধ্যমিক পরীক্ষা রুটিন ডাউনলোড করার পদ্ধতি

মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করার জন্য,

  1. West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. এর পর হোম পেজে মাধ্যমিক এক্সাম ২০২২ রুটিনে ক্লিক করুন।
  3. মাধ্যমিক পরীক্ষার রুটিন আপনার সামনে খুলে যাবে।
  4. এটিকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

আপনি চাইলে ওপরে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেও এটি ডাউনলোড করে নিতে পারেন।

FAQs

মাধ্যমিক পরীক্ষা ২০২২ কবে শুরু হবে?

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ ৭ই মার্চ ২০২২ থেকে শুরু হবে।

মাধ্যমিক পরীক্ষার ২০২২ কটা থেকে কটা অব্দি হবে?

মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর সময় সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩:০০ পর্যন্ত।