Skip to content
asha kormi jobs west bengal

আশা কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ – বেতন, যোগ্যতা

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় এবং তমলুকে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) কর্মী নিয়োগ চলছে।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের উদ্যোগে ইচ্ছুক এবং যোগ্য মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারেন।

এই আর্টিকেলটিতে আপনি জানতে পারবেন আশা (ASHA) কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য,

  1. মোট শূন্যপদ
  2. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
  3. ন্যূনতম বয়স সীমা
  4. মাসিক বেতন
  5. কিভাবে আবেদন করবেন
  6. আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক…

পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের বর্তমান শূন্যপদ

Post NameLast Date
ASHA Kormi post at Islampur Block, Uttar Dinajpur (114 Vacancies)22.04.2022
ASHA Kormi post at Goalpokher-I Block, Uttar Dinajpur (15 Vacancies)22.04.2022

মোট শূন্যপদ- ১২৯ টি পদ

আশা কর্মী পদের জন্য আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা

আশা কর্মী হিসেবে যুক্ত হতে আবেদন করার জন্য নিম্নলিখিত ন্যূনতম যোগ্যতাগুলি পূরণ করতে হবে,

  1. যে ব্লক অথবা গ্রাম থেকে মহিলাটি আশা কর্মী পদের জন্য আবেদন করবেন, তাকে সেই গ্রামের অথবা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. কেবলমাত্র বিবাহিত/ বিধবা/ ডিভোর্সি মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  3. আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আশা কর্মী পদের আবেদনের জন্য সর্বোচ্চ বয়স সীমা

CategoryAge Limit
জেনারেল/ওবিসি৩০-৪০ বছর (০১/০১/২০২২ অনুসারে)
SC/ST২২-৪০ বছর (০১/০১/২০২২ অনুসারে)

আশা কর্মী পদের বেতন

আশা কর্মীরা মাসিক বেতন স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৪৫০০/- টাকা পাবেন।

মাসিক বেতন ছাড়াও তারা আরো কিছু অতিরিক্ত ভাতা পাবেন।

  1. সরকারি হাসপাতালে প্রতি গর্ভবতী মহিলার সন্তান প্রসব প্রতি – ৩০০ টাকা
  2. পালস পোলিও প্রোগ্রাম- দৈনিক ৭৫ টাকা
  3. মিসেলস্ রুবেলা ভ্যাকসিন ১ (১ বছর বয়সী শিশু)- ১০০ টাকা
  4. মিসেলস্ রুবেলা ভ্যাকসিন ২ (২ বা তার কম বছরের বয়সীশিশু)- ৭৫ টাকা
  5. ডিপিটি ভ্যাকসিন (১.৫ বছর বয়সী শিশু)- ৭৫ টাকা
  6. ডিপিটি ভ্যাকসিন (৫ বছর বয়সী শিশু)- ৫০ টাকা
  7. যক্ষা রোগাক্রান্ত রোগীদের ওষুধ ডেলিভারি- প্রতি রোগীপিছু ১০০০ টাকা
  8. সার্ভে সংক্রান্ত কাজ – ৩০০ টাকা

আশা কর্মী পদের জন্য কিভাবে আবেদন করবেন

  1. নিম্নে প্রদত্ত অফিশিয়াল নোটিফিকেশন থেকে ফর্ম ডাউনলোড করুন।
  2. অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করুন।
  3. প্রিন্ট আউট করার পর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করুন।
  4. সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ফর্মটির সঙ্গে যুক্ত করুন।
  5. ডাক মারফত অথবা নিজে ফিল আপ করা ফর্মটি BDO অফিসে জমা করুন।

এই পদে নিয়োগ সংক্রান্ত বিষদ তথ্য জানতে আপনি আপনার ব্লকের অফিশিয়াল নোটিফিকেশনে চোখ রাখতে পারেন।

আশা কর্মী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র

আশা কর্মী পদে আবেদন করার জন্য আপনার নিম্নলিখিত নথিপত্রগুলি প্রয়োজন,

  1. জন্মতারিখ সংক্রান্ত নথিপত্র (বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
  2. পরিচিতি পত্র (ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি)
  3. তফশিলি জাতিদের জন্য সার্টিফিকেট
  4. মাধ্যমিকের মার্কশিট
  5. অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র

আশা কর্মী পদে নিয়োগ সক্রান্ত প্রায়সই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

পশ্চিমবঙ্গে আশা কর্মী শূন্যপদগুলির জন্য কীভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের বিভিন্ন আশা কর্মী শূন্যপদের জন্য আবেদন করতে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং আপনার BDO অফিসে জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গে একজন আশা কর্মীর বেতন কত?

পশ্চিমবঙ্গের আশা কর্মীরা নির্ধারিত বেতন পান Rs. ৪৫০০ প্রতি মাসে ও তার সাথে পান বিভিন্ন ভাতা।

পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি আশা কর্মী শূন্যপদ রয়েছে?

বর্তমানে, পশ্চিমবঙ্গে ১২৯টি সক্রিয় আশা কর্মী চাকরির শূন্যপদ রয়েছে।


আরো চাকরির খবর