Skip to content
wb ews certificate

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট ২০২৩ – যোগ্যতা, আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার জেনারেল বিভাগের ছাত্র-ছাত্রীদের এবং বেকার ছাত্র-ছাত্রীদের EWS সার্টিফিকেট দেওয়া হয় তাদের জন্যই দেওয়া হবে যাদের পারিবারিক আয় অত্যন্ত কম।

সরকারের যে কোন সার্ভিস বা ইনস্টিটিউশনে দশ শতাংশ সিট সেইসব শিক্ষার্থীদের জন্য রিজার্ভ করা থাকে যারা কম আয় সম্পন্ন বিভাগে পড়েন।

এই সকল রিজার্ভ আসনে আবেদন করতে গেলে আপনাকে EWS সার্টিফিকেট পেতে হবে। জেনারেল বিভাগের ক্যান্ডিডেটদের EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

এই আর্টিকেল এ আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের কম আয়ের সম্পন্ন সার্টিফিকেট এর ব্যাপারে।

এবার চলুন দেখি নি প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে..

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট কি

নথিটির নামEWS Certificate
কারা সুবিধা পাবেনপশ্চিমবঙ্গের কম আয় সম্পন্ন বাসিন্দা
কি সুবিধা পাবেন কর্মক্ষেত্র অথবা শিক্ষাক্ষেত্রে রিজার্ভেশন এর সুবিধা পাবেন
আবেদনের পদ্ধতিOffline
সার্টিফিকেটটির বৈধতাচলতি আর্থিক বছরের শেষ অব্দি
Official Websitewbpar.gov.in

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্থানে যেমন কর্মস্থানে ১০ শতাংশ রিজার্ভেশন রাখছেন কম আয় সম্পন্ন মানুষের জন্য। স্কুল কলেজে ভর্তির জন্য এই সার্টিফিকেটটি লাগে।

এই সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ইসু করা হয় ও এর বৈধতা চলতি আর্থিক বর্সেস শেষ অব্দি থাকে।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট ২০২১ এর জন্য নিম্নলিখিত নির্ণায়ক পূরণ করতে হবে,

  1. EWS আবেদনটি সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব ও ওবিসি বিভাগের মানুষদের জন্য প্রযোজ্য নয়।
  2. আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক ভাবে ৮ লাখ এর কম হতে হবে।
  3. আবেদনকারীর পরিবারে শস্য ক্ষেত তথা জমি ৫ একরের বেশি হওয়া চলবে না।
  4. আবেদনকারীর পরিবারের বাসস্থানের ফ্ল্যাট হাজার স্কয়ার ফুটের বেশি হওয়া চলবে না।
  5. আবেদনকারী পরিবারে নিজের মুনিসিপালিটি তে ১০০ স্কয়ার ইয়ার্ড এর বেশি জমি থাকা চলবে না।
  6. নিজের মুনিসিপালিটির বাইরে আবেদনকারীর পরিবারের ২০০ স্কয়ার ইয়ার্ডের জমির থাকা চলবে না।

যদি আপনার একাধিক জমি ফ্ল্যাট ইত্যাদি থাকে আপনি কতটা জমি পাবেন সেই যোগ্যতা আপনার পূর্ব সমস্ত ফ্ল্যাট বা জমি যোগ করে তারপরে আপনাকে বাকি জমির হিসাব ধার্য করা হবে।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেটে কি কি সুবিধা পাবেন

যে সমস্ত চাকরিপ্রার্থী বা স্টুডেন্ট এর কাছে এই EWS সার্টিফিকেটটি থাকবে, তারা ১০% রিজার্ভেশন পাবেন যে কোন সরকারি চাকরির ক্ষেত্রে অথবা পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেটের আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট এর জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করা যায়।

EWS সার্টিফিকেটের আবেদন করার জন্য,

  1. প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করতে হবে (ANNEXURE A)।
  2. এরপর আপনার সমস্ত তথ্যগুলি সঠিকভাবে সেই ফর্মে ভরে দিতে হবে।
  3. এরপর জরুরি নথি বা ডকুমেন্টস এর কপি সেই আবেদনের ফর্মটির সাথে জুড়ে দিতে হবে।

আপনা আবেদনের ফর্মটি নিচে দেওয়া কোন এক আধিকারিককে জমা দিতে হবে।

  • ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট / অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
  • সাব ডিভিশনাল অফিসার (SDO)।
  • কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া থেকে আবেদন করলেন DWO, কলকাতা।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেটের এপ্লিকেশন ফর্ম

আপনি পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম টি পিডিএফ ডাউনলোড করতে পারেন এবং সেল্ফ ডিক্লারেশন টা ডাউনলোড করতে পারেন নিচের দেওয়া লিঙ্ক থেকে।

পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেটের আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস

পশ্চিমবঙ্গের EWS সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নিচের এই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো লাগবে।

  1. ভোটার কার্ড।
  2. নিজের সিটিজেন সার্টিফিকেট অথবা মাতা-পিতার সিটিজেন সার্টিফিকেট।
  3. প্যান কার্ড।
  4. বার্থ সার্টিফিকেটের একটি কপি অথবা আপনার বয়স প্রমাণের জন্য মাধ্যমিকের এডমিট কার্ড।
  5. আপনার বা আপনার মাতাপিতা পে স্লিপ।