Skip to content
high paying career

৫ এমন উচ্চ বেতনের ক্যারিয়ার যাতে ডিগ্রির প্রয়োজন নেই

আমাদের প্রায়ই বলা হয়ে থাকে যে যেকোনো উচ্চ বেতনের চাকরি বা ভালো ক্যারিয়ারের জন্য একটি ভালো ডিগ্রির প্রয়োজন হয়ে থাকে কোন নামকরা কলেজ থেকে।

কিন্তু এই আর্টিকেলটি মাধ্যমে আপনি ৫ এমন কেরিয়ার অপশন সম্বন্ধে জানতে পারবেন যার জন্য কোন ডিগ্রির প্রয়োজনই হয় না।

আমাদের সকলেই একটি নিরাপদ জীবন ধারা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করে থাকি।

তবে এখনকার দিনে শিক্ষাগত যোগ্যতার থেকেও আপনার দৃঢ় মনোভাব ও কাজের প্রতি ভালোবাসা থাকা বেশি জরুরী একটি ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য।

এই হল ৫ উচ্চ বেতনের কেরিয়ারের লিস্ট যার জন্য কোন ডিগ্রী প্রয়োজন হয় না:

তাহলে চলুন এই প্রত্যেকটি কেরিয়ার অপশন সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক…

১. ইউটিউব ক্যারিয়ার (Youtube)

এটি কোন চাকরি না এখানে হয়তো আপনি কোনো নির্দিষ্ট মাসিক আয় করতে পারবেন না।

এই ক্যারিয়ার এর জন্য আপনার ধৈর্যের প্রয়োজন।

এই প্ল্যাটফর্মে শুধুমাত্র টাকা আয় করার জন্য ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন ও আপনার কোন আই হবে না।

প্ল্যাটফর্মে নিজের দক্ষতার সাহায্যে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করতে পারেন তাহলে প্রচুর আয় করতে পারবেন।

এর জন্য কোন ডিগ্রীর প্রয়োজন হয় না। শুধুমাত্র কিছু সাধারন দক্ষতার সাহায্যে মোটা টাকা আয় করা যেতে পারে।

তার সাথে আপনার ভিডিও এডিট করতে জানতে হবে ও মানুষের সাথে ইন্টারঅ্যাক করতে জানতে হবে।

প্ল্যাটফর্ম আপনি বিভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে ভিডিও বানাতে পারেন যেমন গেমিং, টেক, কমিডি, মেকআপ, রান্না, ইত্যাদি।

২. বেবসার মালিক (Entrepreneur)

সবার হয়তো চাকরি করার ইচ্ছা নাও থাকতে পারে। অনেকেই নিজের বেবসা গড়ে তুলতে চাই।

এই কেরিয়ার অপশন এ আপনাকে নিজেই নিজের বস হতে হবে ও এর জন্য কোনরকম ডিগ্রির প্রয়োজন হয় না।

এর জন্য আপনার খালি দক্ষতা থাকতে হবে ও মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আপনি সবকিছু হারিয়ে বসে থাকতে পারেন।

আপনার দক্ষতা ও মনোভাবের ওপর নির্ভর করে এই কেরিয়ার অপশন থেকে বড় টাকা আয় করা যেতে পারে।

আপনার কোম্পানি একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠলে আপনি মোটা টাকা অর্জন করতে পারবেন এই কেরিয়ার অপশন থেকে।

আমরা যদি দৃঢ় মনোভাব থাকে তাহলে আপনি এই কেরিয়ার অপশন বেছে নিতে পারেন।

৩. ব্লগার / কনটেন্ট রাইটার

ভারত ও দুনিয়ার বিভিন্ন প্রান্তে কনটেন্ট রাইটার ও ব্লগারদের প্রচুর চাহিদা রয়েছে। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে কনটেন্ট এর চাহিদাও প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে।

কনটেন্ট রাইটিং এর জন্য আপনার কোন নির্দিষ্ট কোর্সের প্রয়োজন হয়না বা এর জন্য কোন ডিগ্রিরও প্রয়োজন হয় না।

আপনার খালি নিজের ভাষার ওপর জোর থাকতে হবে ও আপনার লেখার দক্ষতা ভালো হতে হবে।

আপনি নিচের ব্লগ শুরু করতে পারেন বা একটি ফুলটাইম কনটেন্ট রাইটার হিসাবে যে কোন কোম্পানিতে চাকরি করতে পারেন।

তার সাথে আপনি ফ্রিল্যান্সার হিসাবে ও ভাল কনটেন্ট লিখে মোটা টাকা আয় করতে পারেন।

৪. ফটোগ্রাফার

ফটোগ্রাফিতে আপনার ক্যারিয়ার বানানোর জন্য কোনরকম নির্দিষ্ট ডিগ্ৰীর প্রয়োজন হয় না।

এর জন্য আপনার শুধু একটি ক্যামেরা লাগবে ও ফটোগ্রাফি জন্য আগ্রহ থাকতে হবে।

ফটোগ্রাফির প্রচুর ভাগ হয় যেমন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, ট্রাভেল ফটোগ্রাফি, স্পোর্টস ফটোগ্রাফি ইত্যাদি।

Shutterstock এর মত ওয়েবসাইটের শুধুমাত্র নিজের তোলা ছবি বিক্রি করে আপনি মোটা টাকা অর্জন করতে পারবেন।

ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকাটা এই ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। ফটোগ্রাফির জন্য আপনার ন্যক না থাকলে এই কেরিয়ার অপশন আপনার জন্য নয়।

ফটো তোলার সাথে সাথে আপনার ফটো এডিট করার জ্ঞান থাকতে হবে।

শুধু ক্যামেরা নয় আপনি চাইলে মোবাইলে ফটো তুলে তা ভাল ভাবে এডিট করে মোটা টাকা অর্জন করতে পারবেন।

এই কেরিয়ার অপশন এর জন্য কোন ডিগ্রী প্রয়োজন হয় না আপনি চাইলে ছোটখাটো কোর্স করে নিজের ফটো তোলার দক্ষতা আরো ভালো করে তুলতে পারেন।

৫. আর্টিস্ট

আঁকা, নাটক, গান, নাচ বা মেকাপ করা একটি ভালো কেরিয়ার অপশন হয়ে উঠতে পারে।

আপনার যদি এই ক্ষেত্রে আগ্রহ থাকে তাহলে আপনি এই গুলির মধ্যে নিজের কেরিয়ার গড়ে তুলে ভালো টাকা অর্জন করতে পারবেন।

এর জন্য কোন ডিগ্রির প্রয়োজন হয় না আপনি নিজের দৃঢ় মনোভাব দিয়ে এই ক্যারিয়ারে ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

এই ছিল ৫ উচ্চ বেতনের কেরিয়ার অপশন যার জন্য কোন ডিগ্রী প্রয়োজন হয় না।

আশা করছি আর্টিকেলেটির মাধ্যমে আপনাদের নিজের ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করতে পেরেছি।