Skip to content
yuvashree scheme wb

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প বেকার ভাতা ২০২৩ – পরিমান, স্টেটাস

যুবশ্রী প্রকল্প, যা আগে যুবশ্রী উৎসাহ প্রকল্প বলা হতো, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু করা একটি স্কিম কর্মহীন যুবকদের সাহায্যের জন্য।

এই স্কিমের দাঁড়া এক লক্ষ বেকার যুবক যুবতী প্রতি মাসে একটি ভাতা পাবেন। এই প্রকল্প কে বেকার ভাতা বলা হয় ও এই আর্থিক সাহায্য তারা নিজেদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ নিতে পারবেন।

এই প্রকল্পটির ২০১৩ সালে চালু করা হয়েছিল ও পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ দাঁড়া লঘু করা হয়।

এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা যুবশ্রী বেকার ভাতা প্রকল্প সম্বন্ধে যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল,

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত হবে জেনে নেওয়া যাক…

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প বেকার ভাতা কি

প্রকল্পের নামযুবশ্রী প্রকল্প
চালু করেছেনপশ্চিমবঙ্গ সরকার
কারা সুবিধা পাবেনপশ্চিমবঙ্গের কর্মহীন যুবক/যুবতী
কোন বছর চালু হয়েছে২০১৩
উদ্দেশ্য কর্মহীন যুবক/যুবতী দের বেকার ভাতা
Official Websiteemploymentbankwb.gov.in

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প বেকার ভাতা পাওয়ার যোগ্যতা

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের দ্বারা বেকার ভাতা পাওয়ার জন্য,

  1. আপনাকে কর্মহীন হতে হবে
  2. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  3. অষ্টম শ্রেণী পাস হতে হবে
  4. রাজ্য / কেন্দ্র সরকার থেকে কোনরকম আর্থিক সাহায্য করুন না নেওয়া হতে হবে
  5. আপনার বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
  6. আপনার নাম পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্টার করা থাকতে হবে
  7. প্রত্যেক পরিবার থেকে মাত্র একজন সদস্য এই যুবশ্রী প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প আর্থিক সাহায্যের পরিমাণ

যুবশ্রী প্রকল্পের অন্তর্গত বেকার ভাতার দ্বারা আপনি মাসে ১,৫০০ টাকা করে পাবেন।

এই ভাতা পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প আবেদন বাছাই করার পদ্ধতি

বছরে একবার যুবশ্রী প্রকল্পের সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেল একটি জেলা ভিত্তিক নামের ওয়েটিং লিস্ট বের করেন যোগ্যতা অনুসারে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের ডাটাবেস থেকে।

এরপর ওয়েটিং লিস্টের নাম থাকা ছাত্র-ছাত্রীদের আবেদন করতে বলা হয় এই বেকার ভাতার জন্য।

আবেদন জমা করার পর সেগুলি যাচাই করে ফাইনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়।

আবেদনকারীরা এরপর এই বেকার ভাতার লাভ পাওয়া শুরু করে শূন্যপদ ও ফাইনাল ওয়েটিং লিস্টে তাদের কত নম্বরে নাম আছে সেই ভিত্তিতে।

প্রতিবছর 1 লাখ আবেদনকারী এই যুবশ্রী প্রকল্প বেকার ভাতার লাভ পেয়ে থাকে।

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের এনরোলমেন্ট স্ট্যাটাস দেখার পদ্ধতি

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের এনরোলমেন্ট স্ট্যাটাস দেখার জন্য,

  1. প্রথমে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. তারপর ক্লিক করুন “View Status for Enrollment and Yuvashree”.
  3. এরপর নিজের ইন্টার “Job Seeker ID” করে দিন।
  4. এরপর সিকিউরিটি কোড এন্ডার করে “Submit” বোতামে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট দেখার পদ্ধতি

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট দেখার জন্য,

  1. প্রথমে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. তারপর ক্লিক করুন “View Status in Final Waiting List of Yuvashree”.
  3. এরপর নিজের ইন্টার “Job Seeker ID” করে দিন।
  4. এরপর সিকিউরিটি কোড এন্ডার করে “Submit” বোতামে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের আবেদন করার পদ্ধতি

যদি আপনার নাম ওয়েটিং লিস্টে পাবলিশ করা হয় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেলের পক্ষ থেকে, তাহলে আপনাকে যুবশ্রী প্রকল্পের আবেদন করতে হবে।

এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ও অন-এম্প্লয়মেন্ট সার্টিফিকেট জমা করে। সাথে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা করতে হবে।

এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম অটোকমেন্টস আপনি আপনার সাব ডিভিশনাল অফিসার বা জইন্ট ডাইরেকটোরেট অফ এম্প্লয়মেন্ট, কলকাতা কে জমা করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে।

যুবশ্রী প্রকল্পের এপ্লিকেশন ফর্ম

আপনি যুবশ্রী প্রকল্পের আবেদন এর ফরম ও অন-এম্প্লয়মেন্ট সার্টিফিকেট নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।

আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস

যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগবে সেগুলি হল,

  1. আধার কার্ড
  2. ভোটার আইডি
  3. প্যান কার্ড
  4. ব্যাংকের তথ্য
  5. মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক এর মার্কশিট
  6. Annexure I
  7. Annexure II