স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলার্শিপ পশ্চিমবঙ্গ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিখ্যাত স্কলার্শিপ।
এই স্কলার্শিপ টি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত।
আপনি যদি এই স্কলারশিপ ব্যাপারে বিস্তারিত জানতে চান, যেমন আবেদন করার যোগ্যতা, কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, এপ্লাই করার শেষ তারিখ, রেনেওয়াল এর পদ্ধতি তাহলে আপনি নিচে দেওয়া আর্টিকেল টি অবশ্যই পড়ুন ।
এর পর আজকের এই আর্টিকেল এ আপনি জানতে পারবেন,
- একটি নতুন অ্যাপ্লিকেশন আবেদন করার অনলাইন পদ্ধতি
- কিভাবে আপনি এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন
চলুন SVMCM স্কলার্শিপের এই পদ্ধতিগুলি বিস্তারিতভাবে জেনেনি…
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ এর জন্য নতুন আবেদন করার জন্য,
প্রথম ধাপ: রেজিস্ট্রেশন করুন
- প্রথমত ওয়েস্টবেঙ্গল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইট এ যাবেন।
- এবার রেজিস্ট্রেশন অপশন টি ক্লিক করুন।
- তারপর স্ক্রিনের একদম নিচের ভাগে চলে আসবেন।
- আপনার সামনে চেকবক্সটি ক্লিক করুন। তারপর প্রশিড অপশন এ ক্লিক করুন।
- আপনি যথাযথ directorate টি সিলেক্ট করে তার নিচে দেওয়া অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন বোতামটি তে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে সেই ফর্ম টি সম্পূর্ণভাবে ফিলাপ করে ক্লিক করুন রেজিস্টার অপশনটিতে।
- একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে। নির্দিষ্ট জায়গায় অটিপি দিন এবং ক্লিক করুন ভেরিফাই।
দ্বিতীয় ধাপ: লগ ইন করার পদ্ধতি
- একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে যেটি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে পাঠানো হবে।
- এবার হোমস্ক্রীন এ গিয়ে লগইন অপশনটিতে ক্লিক করুন।
- তার পর যেই আইডিটি জেনারেট হয়েছে সিটি পুনরায় দিন ও পাসওয়ার্ড দিয়া সফলভাবে লগইন করুন।
- লগইন করার পরে এডিত প্রফাইল অথবা এডিট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: ফর্ম ফিলাপ ও ডকুমেন্টস আপলোড করার পদ্ধতি
- এরপর আপনি আপনার সমস্ত তথ্য গুলো দিয়ে দিন।
- আপনার এক কপি ফটো এবং সিগনেচার আপলোড করুন।
- সমস্ত কিছু হয়ে গেলে সে অপশনে ক্লিক করুন এবং তারপর কন্টিনুয়ে অপশনটি সিলেক্ট করুন।
- এরপর আপনার সামনে এ সমস্ত পার্সোনাল ডিটেলস তথ্য গুলি চলে আসবে।
- নির্দিষ্ট জায়গায় সমস্ত ডিটেলস গুলো সঠিকভাবে ফিলাপ করুন।
- তারপর ক্লিক করুন “Save and continue” অপশনটি।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- এর পর প্রযোজ্য ডকুমেন্টস গুলি আপলোড করে দিন।
- আপলোড হয়ে গেলে ক্লিক করুন “Save and continue” অপশনটি।
চতুর্থ ধাপ: অ্যাপ্লিকেশন ফর্ম টি জমা করার পদ্ধতি
- সমস্ত পদ্ধতি সমাপ্ত হওয়ার পরে ডিটেলস গুলি আরেকবার ভেরিফাই করে নেবেন।
- ভেরিফিকেশন এরপরে ক্লিক করুন সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটিতে।
- অ্যাপ্লিকেশনটি সফলভাবে জমা পড়বে।
এই পদ্ধতি অবলম্বন করেই আপনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ ২০২২ এর জন্য আবেদন করতে পারবেন সমপূর্ণ বিনামূল্যে।
আপনি যদি অনলাইনে স্বামী বিবেকানন্দ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপের স্টেটাস চেক করতে চান তবে আপনি নীচের আর্টিকেলটি পড়তে পারেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন