Skip to content
nabanna scholarship wb

পশ্চিমবঙ্গ নবান্ন/উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ – যোগ্যতা, এপ্লিকেশন ফর্ম, শেষ তারিক

প্রতিবছর শিক্ষাব্যবস্থাকে উন্নত করে তোলার জন্য শিক্ষার্থীদের কাছে পশ্চিমবঙ্গ সরকার বৃত্তির অর্থাৎ ব্যবস্থা করে দেয়।

তেমনি নবান্ন স্কলারশিপ অথবা উত্তরকন্যা স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য একটি নতুন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার এবছর এনেছে।

এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ মুখ্য মন্ত্রী রিলিফ ফান্ড এর তরফ থেকে।

এই আর্টিকেলে আপনি পশ্চিমবঙ্গ নবান্ন/ উত্তরকন্যা স্কলারশিপ ২০২১ এর ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর্টিকেল দেওয়া জিনিস গুলি আছে,

এবার দেখে নেয়া যাক প্রত্যেকটি তথ্য বিস্তারিত ভাবে…

নবান্ন স্কলারশিপের বেপারে তথ্য

সচলারশীপের নামনবান্ন স্কলারশিপ/ উত্তর কন্যা স্কলারশিপ
কার দ্বারা দেওয়া হয়West Bengal Chief Minister Relief Fund
করা পাবেনপশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী
যোগ্যতাদশম শ্রেণীতে ৬৫% নম্বর
টাকার পরিমানRs. ১০,০০০ অব্দি
উদ্দেশ্যকম আই সম্পন্ন পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ অথবা যেই শিক্ষার্থীরা দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসবে।

অতএব পশ্চিমবঙ্গ রিলিফ ফান্ড নবান্ন স্কলারশিপ ২০২১ এই মুহূর্তে দেওয়া হচ্ছে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় বসছে।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপ আবেদন করার যোগ্যতা

যদিও এই বৃত্তি আবেদন করার ক্ষেত্রে কোনো বিশেষ কোন বিভাগ বিভাজন নেই তবুও কিছু ক্রাইটেরিয়া আছে এই স্কলারশিপ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপ ২০২১ এর

অ্যাপ্লিকেশন ফর্ম টি আবেদন করার জন্য এই বিশেষ নির্ণায়ক গুলি অবশ্যই পূরণ করতে হবে

  1. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. শিক্ষার্থীর বিগত পরীক্ষাটি পশ্চিমবঙ্গে যে কোন ইউনিভার্সিটি কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হতে হবে।
  3. শিক্ষার্থীকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কোন শিক্ষা স্থাপনে পড়তে হবে।
  4. যারা উচ্চ মাধ্যমিকের জন্য স্কলারশিপ আবেদন করবে তাদের মাধ্যমিকের ৬৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  5. যারা স্নাতক লেভেলের জন্য স্কলার্শিপ আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক লেভেল এ ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
  6. এবং যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য আবেদন করবেন তাদেরকে স্নাতক লেভেলে ৫৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  7. স্টুডেন্ট যারা ৭৫% মার্কসের ঊর্ধ্বে নাম্বার পাবেন তারা মুখ্য মন্ত্রী রিলিফ ফান্ড বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  8. পরিবারের বার্ষিক আয় ৬০ হাজারের থেকে বেশি হতে পারবে না। যেই শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 60 হাজারের ঊর্ধ্বে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
  9. এছাড়াও শিক্ষার্থী যারা অন্য কোন পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের আওতায় স্কলার্শিপ উপভোগ করছে তারা এই নবান্ন স্কলারশিপ ২০২১ এর অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবে না।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে

আপনি যদি পশ্চিমবঙ্গ রিলিফ ফান্ড স্কলারশিপ তথা নবান্ন স্কলারশিপ ২০২১ এর জন্য আবেদন করেন তাহলে আপনি বার্ষিক ১০,০০০ টাকা অব্দি পাবেন আপনার বর্তমান কোর্স এর উপর ভিত্তি করে।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের এপ্লিকেশন ফর্ম

আপনি পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপ ২০২১ এর ফরম টি অফলাইনে ভরতে পারবেন এবং আপনি এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন ডব্লিউবিসিএস (WBCMO) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।

নবান্ন বৃত্তির ফর্মের লিংকটি খুব শীঘ্রই আপডেট করা হবে যখনই ফর্মটা পশ্চিমবঙ্গ সরকার বার করবেন।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য যা ডকুমেন্টস লাগবে

প্রথমত আপনাকে স্কলার্শিপ অ্যাপ্লিকেশন ফর্ম টি খুব সাবধানে ভরতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে।

তারপর সেইটি MLA বা MP দ্বারা সই করা রিকমেন্ডেশন কপি ফর্মটিরর সাথে অ্যাটাচ করতে হবে অথবা সেল্ফ ডিক্লারেশন কপি যা আপনার সংস্থার হেড এর দ্বারা সই করা আছে।

অন্যান্য ডকুমেন্ট যেগুলি লাগবে সেগুলি হলো,

  1. বিগত উত্তীর্ণ পরীক্ষার মার্কশীট।
  2. আপনি বর্তমানে যে কোর্সটি করছেন তার এডমিশন রিসিপ্ট।
  3. আপনার ব্যাংকের পাসবুক এর প্রথম পেজ অথবা ক্যানসেল চেক এর একটি ফটোকপি।
  4. আধার কার্ডের কপি।
  5. গেজেটেড অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট।
  6. এন্ট্রান্স এক্সামিনেশন এর কার্ড।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে পারেন

এই পদ্ধতিটি অফলাইন পদ্ধতিতে তেই করতে হয়। তার জন্য আপনাকে পশ্চিম বঙ্গ নবান্ন স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফিলাপ করতে হবে।

গত বছর একটি ইমেইল দেওয়া হয়েছিল যার দ্বারা নবান্ন তথা উত্তরকন্যা স্কলারশিপটি আবেদন করা হয়েছিল।

যখনই ওয়েবসাইটে খবর বের হবে আমরা তৎক্ষণাৎ এই ব্যাপারে আপনাদের জানিয়ে দেবো।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের বাছাই করার পদ্ধতি

শিক্ষার্থীদের নবান্ন স্কলারশিপ এর জন্য তাদের পূর্বের পরীক্ষার ফল এর উপর ভিত্তি করে এবং পারিবারিক আয় এর উপর ভিত্তি করে শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য উপযোগী হবে।

তারপর তাদের ব্যাংক একাউন্টে সরাসরি সচলারশীপের টাকা ঢুকে যাবে।

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের গুরুত্বপূর্ণ তারিখ

নবান্ন স্কলারশিপ এর আবেদন তারিখ কোন নির্দিষ্ট তারিখ নয়। শুরু বা সমাপ্তির কোনো নির্দিষ্ট তারিখ নেই।

স্কলার্শিপ চলাকালীন আপনি যখন খুশি আবেদন করতে পারেন।

অফ.এ.কিউ

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের হেল্পডেস্ক নাম্বারটি কি?

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপের হেল্পডেস্ক নাম্বারটি হল 03 32214 5555/ 22143 101.

পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপের হেল্পডেস্ক ইমেইলটি কি?

নবান্ন স্কলারশিপের হেলপ দেস্ক ইমেইল টি হল cm@wb.gov.in