Skip to content
class 5 amader poribesh model activity task

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ – Part 8

মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন (ফাইনাল) ২০২১ পার্ট ৮ ক্লাস ৫ আমাদের পরিবেশ (Amader Poribesh) বিষয়ের উত্তরগুলি নীচে দেওয়া রইলো। এখানে আপনি ব্যাখ্যা সহ বিস্তারিত উত্তর পাবেন।

উত্তরগুলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের অংশ হিসাবে পশ্চিমবঙ্গের সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষার্থীদের দেওয়া প্রশ্নপত্রের উপর ভিত্তি করে।

এটি ২০২১ সালের শেষ অ্যাক্টিভিটি টাস্ক এবং এতে ৪০ এর পূর্ণ নম্বর রয়েছে।

এই আর্টিকেলটিতে, আপনি ক্লাস ৫ এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ (চূড়ান্ত) এর আমাদের পরিবেশ (Amader Poribesh) বিষয় সম্পর্কে নিম্নলিখিত বিবরণ পাবেন,

তাহলে চলুন এই প্রত্যেকটি বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ ক্লাস ৫ আমাদের পরিবেশ (Amader Poribesh) উত্তর

Question PaperModel Activity Task (Final) combined
Part8
Class5
Subjectআমাদের পরিবেশ (Amader Poribesh)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্মিলিত প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:

১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ X ৬ = ৬

১.১ কাধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম –

(ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার

উত্তর: (গ) হিউমেরাস

১.২ একটি বুনাে প্রাণীর উদাহরণ হলাে –

(ক) গােরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া

উত্তর: (গ) শিয়াল

১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলাে

(ক) রুইমাছ (গ) কাক (খ) কেঁচো (ঘ) কুকুর।

উত্তর: (খ) কেঁচো

১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ হয়

(ক) রাঢ় অঞ্চলে (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে (ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।

উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে

১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে

(ক) পারসে (খ) ট্যাংরা (গ) রুই (ঘ) সার্ডিন

উত্তর: (ঘ) সার্ডিন

১.৬ সর্বপল্লী রাধাকৃয়াণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে –

(ক) শিক্ষক দিবস (খ) পরিবেশ দিবস (গ) শিশু দিবস (ঘ) সাধারণতন্ত্র দিবস।

উত্তর: (ক) শিক্ষক দিবস

২. শূন্যস্থান পূরণ করাে : ১ X ৩ = ৩

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও __________ ।

উত্তর: বাংলাদেশ

২.২ বিপ্লবী সূর্য সেন__________ নামে পরিচিত ছিলেন।

উত্তর: মাস্টারদা

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে_________।

উত্তর: গঙ্গা

৩. ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ১ X ৩ = ৩

৩.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।

উত্তর:

৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।

উত্তর:

৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি।

উত্তর: X

8. বাম স্তম্বের সঙ্গে ডান স্তম্বের মিল করে লেখো : ১ X ৩ = ৩

উত্তর:

বাম স্তম্ভডান স্তম্ভ
৪.১ জলদাপাড়া(ঘ) গন্ডার
৪.২ খড়গপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
৪.৩ বিষ্ণুপুর(খ) টেরাকোটার কাজ

৫. একটি বাক্যে উত্তর দাও : ১ x ৪ = ৪

৫.১ কোন রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?

উত্তর: যক্ষ্মা রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে।

৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?

উত্তর: হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।

৫.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?

উত্তর: দোয়াঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।

৫.৪ কে স্টেথােস্কোপ উদ্ভাবন করেন ?

উত্তর: রেনে লিনেক স্টেথােস্কোপ উদ্ভাবন করে।

৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ X ৬ =১২

৬.১ তােমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর: আমার চেনা দু ধরনের রাসায়নিক বিক্রিয়া হলো

১) দুধ থেকে ছানা তৈরি হওয়া।

২) লোহার ওপর মরিচা পড়া।

৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারাে?

উত্তর: বষ্টির জল সংরক্ষণ করে নানান কাজে লাগালে কিছুটা জলের অপচয় কমবে।

১) বৃষ্টির জল সংরক্ষণ করে গৃহস্থলির নানান কাজে যেমন বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি কাজে লাগানো যায়।

২) বৃষ্টির জল সংরক্ষণ করে অন্য সময়ও কৃষি জমিতে জল জোগান দেওয়া যায়।

৩) বৃষ্টির জলে পুষ্ট নদীর উপর বাঁধ দিয়ে জল সংরক্ষণ করে বিদ্যুৎ উৎপাদন মৎস্য উত্তোলন করা যায়।

৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ?

উত্তর:

অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন কৃষিজ ও প্রাণিজ খাদ্যের মাধ্যমে কীটনাশক মানব দেহে প্রবেশের কারণে মানুষের হার্ট, কিডনি, স্নায়ু, ত্বক আক্রান্ত হচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কীটনাশক ব্যবহারের ফলে পৃথিবীর মানুষের মধ্যে না না রকমের রোগ যেমন টিউমার নানান স্নায়ু রোগ জন্মগত বিকলাঙ্গতা , হরমোনের বারসাম্ম বেহাত হওয়া ও ক্যান্সার হয়।

৬.৪ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল ?

উত্তর:

ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপনের উদ্দেশ্য হলো বন্যানিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিবেশ সংরক্ষণ বনসৃজন এবং ডিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থ-সামাজিক উন্নতি।

৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর:

১) সুন্দরবন অঞ্চলের মাটি প্রধানত লবণাক্ত। নুনের ভাগ বেশি বালি কম ও কাদার ভাগ বেশি।

২) এই অঞ্চলের মাটির জোয়ারের জল দ্বারা সর্বদাই ভিজে থাকে এবং জোয়ারের ফলে সমগ্র অঞ্চলটি জলমগ্ন থাকে বলে এখানের গাছগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। একে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়।

৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

উত্তর:

১) লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে যেমন, সরপুঁটি, মৌরলা, ন্যাদোশ, খুর্সুলা, সেই সব মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে।

২) লুপ্তপ্রায় যে সমস্ত মাছ আছে সেগুলি বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বাজারে বিক্রি করে অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

৩) লুপ্তপ্রায় মাছের বাচ্চা মাছ গুলিকে কোনভাবেই বিক্রি করা চলবেনা বিক্রি করলে আর্থিক জরিমানা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ X ৩ = ৯

৭.১ মাটি কীভাবে তৈরি হয়?

উত্তর:

বহু বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি অতিরিক্ত তাপ ও ঠান্ডার ফলে ক্রমশ পাথর ক্ষয়ে ক্ষয়ে ভেঙে টুকরো হচ্ছে

বছরের-পর-বছর পাথর টুকরো হতে হতে অবশেষে নুড়ি কাঁকর ও বালিতে পরিণত হয়েছে।

পরে মরা জীবজন্তু গাছপালার পচা অংশ এই সব বালি কাঁকরের সঙ্গে মিশে মাটি তৈরি হয়েছে।

৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?

ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই বাতাসের চাপ কমতে থাকে ও তাপমাত্রা কমতে থাকে।

সূর্যের কিরণ ওপরের বায়ু কে উত্তপ্ত করতে পারেনা সূর্যের কিরণে প্রথমে ভূপৃষ্ঠ কে উত্তপ্ত করে ও ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস উত্তপ্ত হয় ও উপরে উঠে যায়।

কিন্তু উপরের বাতাস প্রচন্ড ঠান্ডা থাকাই জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয় ও সেখানে জমা হতে থাকে।

৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?

উত্তর:

ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ২৬ শে জানুয়ারি দিনটি।

স্বাধীন ভারত হলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। স্বাধীন ভারতে রাজার কোন অস্তিত্ব নেই।

সাধারণতন্ত্র মানে হল ভারতবাসী প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, এক গণতান্ত্রিক সরকারকে নিয়োজিত করে যারা রাষ্ট্র বা রাজ্য শাসন করে থাকে।

যে কোন সাধারণ লোক ই সরকারের প্রধান হতে পারে।

১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার নিয়ম কানুন লেখা হয় তাই এই দিনটাকে স্মরণ করে আমরা ২৬ শে জানুয়ারি প্রতিবছর সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ ক্লাস ৫ আমাদের পরিবেশ প্রশ্ন ডাউনলোড (পিডিএফ)

আপনি নীচের দেওয়া বোতাম থেকে পঞ্চম শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক (ফাইনাল) সম্মিলিত প্রশ্নপত্রের PDF ডাউনলোড করতে পারেন।


আরো চাকরির খবর