Skip to content
groupd fort william kol

ফোর্ট উইলিয়ামে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ -ECSR Recruitment ২০২১

ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্ট (ফোর্ট উইলিয়াম) কলকাতা বিভিন্ন গ্রুপ ডি খালি পদ (কুক, ওয়াশারম্যান, নাপিত, সুইপার, মেসেঞ্জার) এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

খালি মাধ্যমিক পাস হলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

এই পেজ এ আপনি এই ফোর্ট উইলিয়ামে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে যা যা জানতে পারবেন সেগুলি হলো:

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

খালি পদ

পদখালি পদের সংখ্যা
রাঁধুনি (Cook)০২
ধোপা (Washerman)০৩
নাপিত (Barber)০২
সুইপার (Sweeper)০২
মেসেঞ্জার (Messenger)০১

শিক্ষাগত যোগ্যতা

ফোর্ট উইলিয়ামে গ্ৰুপ ডি পদে আবেদন করার জন্য আবেদনকারি কে মাধ্যমিক পাশ হতে হবে ও সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হতে হবে ০১/০৯/২০২১ তারিখে।

বেতন

পদবেতন
রাঁধুনি (Cook)প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা
ধোপা (Washerman)প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা
নাপিত (Barber)প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা
সুইপার (Sweeper)প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা
মেসেঞ্জার (Messenger)প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা

আবেদন পদ্ধতি

ফোর্ট উইলিয়ামে গ্ৰুপ ডি পদে আবেদন করার জন্য আবেদনকারি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র সঠিক ভাবে ভরতে হবে। এর পর সেটি প্রয়োজনীয় নথিপত্রের সাথে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Commanding Officer, ECSR, Fort William, Kolkata – 700021

আবেদনের প্রক্রিয়া জানতে অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পরে নেবেন।

নির্বাচন পদ্ধতি

গ্রুপ-ডি শূন্যপদের জন্য প্রার্থীদের written টেস্ট ও pratical টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ২৫.১০.২০২১

এটি HQ ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্ট (ফোর্ট উইলিয়াম) কলকাতার গ্রুপ ডি এর শূন্যপদের বিজ্ঞপ্তির একটি সংক্ষিপ্ত সংস্করণ।

এই শূন্যপদের বিজ্ঞপ্তির বেপারে বিস্তারিত ভাবে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অবসসই দেখবেন।

দ্রষ্টব্য: আবেদন করার আগে দয়া করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সঠিকভাবে পড়ুন।


লেটেস্ট চাকরির খবর পেতে আমাদের TELEGRAM বা WHATSAPP গ্রুপ JOIN করতে পারেন