ভারত সরকারের দ্বারা অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের জন্য একটি নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে যার নাম “e-SHRAM Portal”.
এই পোর্টালটির মাধ্যমে অসংগঠিত শ্রেণীর কর্মীদের ডাটা সংগ্রহ করা হবে। যেমন মজদুর, পরিযায়ী শ্রমিক, ছোট ট্রেডার, চাষী, ইত্যাদি।
একটি ইউনিক আইডেন্টিফিকেশন (UAN) কার্ড সমস্ত রেজিস্টার করা কর্মীদের দেওয়া হবে যার দ্বারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া যাবে।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা এই নতুন পোর্টালটি সম্বন্ধে যা যা বিষয় জানতে পারবেন সেগুলি হল,
তাহলে চলুন বিষয় গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
e-Shram পোর্টালে রেজিস্টার করতে যা ডকুমেন্টস বা নথি লাগবে
এই পোর্টালে রেজিস্টার করার জন্য আপনার লাগবে,
- আপনার ঠিকানা প্রমাণপত্র।
- আধার কার্ড।
- মোবাইল নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা আছে।
- ব্যাঙ্ক ডিটেলস।
- শিক্ষার নথিপত্র। (অপশনাল)
- ইনকাম এর নথিপত্র। (অপশনাল)
পোর্টালে “সেলফ রেজিস্ট্রেশন” এর পদ্ধতি
পোর্টালে নিজে থেকে রেজিস্টার করার জন্য,
- প্রথমে অফিশিয়াল পোর্টালে জান।
- এরপর “register on e-SHRAM” ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- আধারের সাথে যুক্ত করা আছে এমন মোবাইল নাম্বার এন্টার করুন নির্দিষ্ট জায়গায়।
- ক্যাপচা কোড এন্টার করুন।
- বাকি প্রয়োজনীয় তথ্য ইন্টার করে।
- Get OTP তে ক্লিক করুন।
- মোবাইল নম্বরে পাওয়া OTP এন্টার করে submit বাটনে ক্লিক করুন।
- এরপর নিজের আধার নাম্বার এন্টার করুন।
- চেক বক্সে ক্লিক করে সাবমিট এ ক্লিক করুন।
- নতুন OTP এন্টার করে দিন।
- এরপর Validate এ ক্লিক করুন।
- আপনার সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে।
- নিচে স্ক্রল করে যান এবং চেকবক্সটিতে ক্লিক করুন।
- এরপর ক্লিক করুন “continue to enter other details”.
- আপনার ব্যক্তিগত তথ্য ও অন্য যাবতীয় তথ্য ইন্টার করে দিন।
- বাকি ফর্মটি ফিলাপ করে দিন।
- নিজের ব্যাংক ডিটেলস এন্টার করুন।
- এরপর ইন্টার করা ডিটেলসটা চেক করে নিন।
- যদি কোন ভুল থাকে তা ফেরত এসে ঠিক করে নিন।
- যদি সব ঠিক থাকে তাহলে চেকবক্সটি তে ক্লিক করে submit এ ক্লিক করুন।
- আপনার UAN নাম্বার টি জেনারেট হয়ে যাবে।
- এরপর আপনার সামনে ডাউনলোড UAN কার্ড বলে একটি অপশন আসবে সেটিকে ডাউনলোড করে নিন।
- এরপর ক্লিক করুন “Complete Registration”.
আপনি পড়ে লগইন করে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করতে পারেন।
নিজেরে স্টেশনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানার জন্য ক্লিক করুন
e-SHRAM পোর্টালের বৈশিষ্ট্য
ভারত সরকারের ই -শ্রম পোর্টালের কিছু বৈশিষ্ট্য হলো,
- এই পোর্টাল অসংগঠিত শ্রেণীর ৩৫ কোটির বেশি শ্রমিকের ডাটা থাকবে।
- প্রত্যেকটি শ্রমিকে একটি ১২ ডিজিটের ইউ এ এন নাম্বার দেওয়া হবে যার পুরো দেশ জুড়ে বৈধতা থাকবে।
- আপনি নিচের ইউএন নাম্বারের জন্য রেজিস্টার ওঠাটা সংশোধন করতে পারবেন।
- ভারত সরকারের শ্রম দপ্তর এই পোর্টালটির পরিচালনা করবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কিভাবে “ই-শ্রম” পোর্টালে লগইন করবেন?
আপনি রেজিস্টার করার সময় ব্যবহৃত একই মোবাইল নম্বর ব্যবহার করে “ই-শ্রম” পোর্টালে লগ ইন করতে পারেন।
কে “ই-শ্রম” পোর্টালে রেজিস্টার করতে পারেন?
অসংগঠিত সেক্টরের যে কোন শ্রমিক “ই-শ্রম” পোর্টালে স্ব-নিবন্ধন করতে পারেন এবং তাদের UAN কার্ড পেতে পারেন।