Skip to content
apprentice jobs eastern railways

৩৩৬৬ শিক্ষানবিস পদে নিয়োগ পূর্ব রেল এর – নাই কোনো পরীক্ষা

পূর্ব রেলের বিভিন্ন শাখায় শিক্ষানবিশ পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন ট্রেডে আইটিআই পাস করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

জব সেক্টরভারতীয় রেল
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
খালি পদ৩৩৬৬
আবেদন প্রক্রিয়াOnline (আবেদনের লিংক নিচে দেওয়া রইলো)
অফিসিয়াল বিজ্ঞপ্তিডাউনলোড

Ref: Notice No.RRC-ER/Act Apprentices/2020-21

এই পেজটিতে আপনি পূর্ব রেলের শিক্ষানবীশ পদে নিয়োগের ব্যাপারে যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল:

চলুন এ বিষয়গুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…

খালি পদের সংখ্যা

পূর্ব রেলের বিভিন্ন শাখায় খালি পদের সংখ্যা গুলি নিচে দেওয়া রইল

শাখাখালি পদ
হাওড়া ডিভিশন৬৫৯
শিয়ালদাহ ডিভিশন১১২৩
আসানসোল ডিভিশন৪১২
মালদা ডিভিশন১০০
কাঁচরাপাড়া ডিভিশন১৯০
লিলুয়া ডিভিশন২০৪
জামালপুর ডিভিশন৬৭৮

খালি পদ সম্মন্দে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা

পূর্ব রেলের শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আপনাকে ৫০% নাম্বার নিয়ে দশম শ্রেণী পাশ করতে হবে। এর সাথে আপনার নির্দিষ্ট ট্রেডে NCVT/SCVT র দ্বারা ইসু করা সার্টিফিকেট থাকা প্রয়োজন।

কিছু কিছু ট্রেডে দশম শ্রেণীর বদলে অষ্টম শ্রেণী ৫০% নম্বর নিয়ে পাস হলেই আবেদন করা যাবে। সাথে সেই ট্রেডে NCVT/SCVT র দ্বারা ইসু করা সার্টিফিকেট থাকা প্রয়োজন।

সেই ট্রেড গুলি হলো:

  1. Welder (Gas and Electric)
  2. Sheet Metal Worker
  3. Lineman
  4. Wireman
  5. Carpenter
  6. Painter (General)

নিয়োগ করার পদ্ধতি

পূর্ব রেলের শিক্ষানবীশ পদের জন্য আবেদনকারীদের দশম বা অষ্টম শ্রেণীর নম্বর ও সাথে ITI এর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বের করা হবে।

এর পর সেই মেরিট লিস্ট এর ভিত্তিতে ডকুমেন্টস ভেরিফাই করে নিয়োগ করা হবে।

আবেদন করার পদ্ধতি

আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন। অথবা পূর্ব রেল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন। (er.indianrailways.gov.in)

আবেদনের fees: ১০০ টাকা

SC/ST/PWBD/মহিলা আবেদনকারীদের কোনো fees লাগবেনা।

আবেদন করার পদ্ধতি বিস্তারিত ভাবে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিত ভাবে পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পত্র জমা নেওয়া শুরু০৪.১০.২০২১
আবেদন করার শেষ তারিক০৩.১১.২০২১

আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন:


আরো চাকরির খবর