Skip to content
aikyashree scholarship wb

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ – ২০২৩ রিনিউ করার পদ্ধতি – যোগ্যতা, ডকুমেন্টস, শেষ তারিক

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১ – ২০২২ এর নবীকরণ পদ্ধতি ১৫ই আগস্ট ২০২১ থেকে শুরু হয়ে গেছে।

আপনি পশ্চিমবঙ্গের এই বৃত্তিটি নবিকরন করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গ ঐক্যশ্রী স্কলারশিপের নবীকরণ পদ্ধতি সম্বন্ধে এবং থাকবে,

  1. স্কলার্শিপ আবেদন করার যোগ্যতা
  2. কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে
  3. পদ্ধতি
  4. গুরুত্বপূর্ণ তারিখ

চলুন তাহলে দেখে নেই প্রত্যেকটা জিনিস বিস্তারিত।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১-২০২২ নবীকরণ করানোর যোগ্যতা

ঐক্যশ্রী স্কলারশিপ এর নবীকরণ করানোর যোগ্যতার জন্য আপনাকে এই নিম্নলিখিত নির্ণায়ক গুলি পূরণ করতে হবে:

  1. শিক্ষার্থীরা পূর্বেই এই স্কলারশিপের জন্য আবেদন করেছে এবং তাদের স্কলারশিপের টাকা তাদের ব্যাংক একাউন্টে চলে গেছে।
  2. শিক্ষার্থীর কাছে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে আগের বছরের আবেদন পত্রের মধ্যে।
  3. শিক্ষার্থী প্রথম চেষ্টাতেই বিগত পরীক্ষার অথবা সেমিস্টারে উত্তীর্ণ হতে হবে।
  4. শিক্ষার্থী তার শেষ পরীক্ষায় অন্ততপক্ষে ৫০% নম্বর এনেছে।

ঐক্যশ্রী স্কলার্শিপ নবীকরণ পদ্ধতি তাদের জন্যই প্রযোজ্য যারা আগের বছর বৃত্তির জন্য আবেদন করেছেন এবং বৃত্তির টাকা ও তাদের একাউন্টে চলে গেছে।

আপনি যদি প্রথম বার এই বৃত্তির জন্য আবেদন করে থাকেন তাহলে ঐক্যশ্রী স্কলার্শিপ অ্যাপ্লিকেশন পদ্বতি জানার জন্য ক্লিক করুন

ঐক্যশ্রী স্কলারশিপ নবীকরণ করার প্রয়োজনীয় ডকুমেন্টস

ঐক্যশ্রী স্কলারশিপ নবীকরণ করার পদ্ধতি জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে:

  1. শিক্ষার্থীর শেষ পরীক্ষার মার্কশিট যদি সে SVMCM বৃত্তির জন্য আবেদন করে থাকে।
  2. আপনার যে শিক্ষা স্থান সেটার একটি প্রমাণপত্র অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট চাই যদি আপনি SVMCM কলারশিপ এর জন্য আবেদন করে থাকেন।

আপনাকে অন্য কোন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে না অন্যসব স্কলার্শিপ গুলির জন্য।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১-২০২২ রিনিউ করার পদ্ধতি

  1. প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন।
  2. তারপর ক্লিক করুন স্টুডেন্ট এরিয়া।
  3. তারপর ক্লিক করুন রিনিউ অ্যাপ্লিকেশন ২০২১- ২০২২।
  4. এরপর আপনি আপনার শিক্ষাস্থানের জেলা টি সিলেক্ট করবেন এবং ওয়েবসাইটে লগইন করে নেবেন।
  5. আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে লগইন করবেন। মনে রাখবেন অ্যাপ্লিকেশন আইডি টি যেন আগের বছরের হয়।
  6. আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।
  7. সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় বসিয়ে প্রসিড অপশন টি ক্লিক করুন।
  8. স্কলার্শিপ ড্যাশবোর্ড এ আপনি দুটো অপশন পাবেন একটি হচ্ছে “রিনিউ অ্যাপ্লিকেশন” অপর টি হলো “উইথড্র অ্যাপ্লিকেশন”।
  9. আপনি ক্লিক করবেন রিনিউ অ্যাপ্লিকেশন এর উপর।
  10. তারপর আপনি সমস্ত তথ্য পুনরায় চেক করে নেবেন যেটা আপনি আগের বছর দিয়েছিলেন এবং সেভ অপশনটিতে ক্লিক করুন।
  11. পরবর্তী ধাপে আপনি আপনার আগের পরীক্ষার কত শতাংশ নম্বর পেয়েছিলেন তা দিয়ে দিন।
  12. তারপর সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিয়ে সাবমিট বোতামে ক্লিক করুন।
  13. আপনি আপনার সমস্ত ব্যাংকের তথ্য ভেরিফাই করে নিন। যদি দরকার পরে তাহলে আপনি তথ্য বদলাতেও পারেন।
  14. তারপর সমস্ত স্ক্যান করা ডকুমেন্টগুলো আপলোড করে দিন যেমন আগের বছরের মার্কশীট এবং ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট যদি আপনার SVMCM স্কলার্শিপ হয়।
  15. প্রমানপত্র হিসেবে রেশন কার্ডের নম্বরটি দিতে পারেন।
  16. এরপর আপনি রিনুয়াল স্কলার্শিপ অ্যাপ্লিকেশন রিভিউ করুন এবং ক্লিক করুন “SUBMIT AND LOCK RENEWAL APPLICATION”.
  17. আপনি অ্যাপ্লিকেশন নবীকরণ অ্যাপ্লিকেশন ফর্ম কি প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য।

ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১-২০২২ জরুরি তারিক

নবীকরণ করার আবেদন শুরু১৫.০৮.২০২১
নবীকরণ করার শেষ তারিক১৫.০৩.২০২২